নিজস্ব প্রতিনিধি : তীব্র যানজটের পর মহাসড়ক প্রায় যানবাহন শূণ্য হয়ে পড়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু গোলচক্রর এলাকায় এমন চিত্র দেখা গেছে।
এর আগে এই মহাসড়কে রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। এরপর থেকে থেমে থেমে যানজটের দেখা মিললেও বিকেলে এই ব্যস্থতম মহাসড়ক শূণ্য দেখা গেছে। এ রোডের টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকা ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। সড়কটিও অনেকটা ফাঁকা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, এখন রাস্তা স্বাভাবিক রয়েছে। কোথাও গাড়ির কোন নেই। এর আগে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ ও সড়কের ধারণক্ষমতার বেশি যানবাহন চলাচল এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলার কারণে টাঙ্গাইলে যানজটের সৃষ্টি হয়েছিলো।