সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeখেলাধুলাযেমন হতে পারে বাংলাদেশের একাদশ

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রথম টি-টুয়েন্টি হারের পর আজ দ্বিতীয় টি-টুয়েন্টিতে তামিম-সাকিবের ব্যাটে ১২ রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ৷ তাই সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। আগামীকাল সকালে সিরিজ জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে টাইগাররা৷ খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়।

তামিমের ৭৪ ও সাকিবের ৬০ রানে ভর করে ১৭১ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ৷ সেই লক্ষ্য তাড়া করতে নেমে মোস্তাফিজ-সাকিব ও অপুর দুর্দান্ত বোলিংয়ে ১২ রানের জয় তুলে নেয় টাইগাররা।

আজ জয় পাওয়ার ফলে আগামীকালের একাদশে তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই টাইগারদের৷ তবে দুই ম্যাচেই ব্যর্থ সৌম্য সরকারের জায়গায় হয়তো দলে আসতে পারেন সাব্বির রহমান।

বাংলাদেশ একাদশ(সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদি মিরাজ, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -