বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাযৌন উত্তেজক ওষুধ বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা

যৌন উত্তেজক ওষুধ বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ বিক্রি ও মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.আর সারোয়ার।

জেলা প্রশাসনের নির্দেশনায় বুধবার বিকেলে শহরের রেজিস্ট্রি পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ প্রসঙ্গে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.আর সারোয়ার জানান, ড্রাগ অ্যাক্ট ১৯৪০ ধারা মোতাবেক শহরের রেজিস্ট্রিপাড়া এলাকার মা মেডিকেল হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়।

এ ধরনের নিষিদ্ধ ও মানবদেহের জন্য ক্ষতিকারক ওষুধ বিক্রি ও মজুত রাখার অপরাধে দোকান মালিককে ২০ হাজার টাকা এবং একই এলাকার ইমন মেডিসিন কর্ণার নামক ওষুধের দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উদ্ধারকৃত প্রায় ২০ হাজার টাকার বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রেজা মাসুম প্রধান, ড্রাগ সুপার মো. আব্দুল বারী, বেঞ্চ সহকারী বাবুল মিয়া প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -