নিউজ টাঙ্গাইল ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ৬৭তম জন্মদিন। ১৯৫২ সালের ১৭ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা।
রোববার (১৭ নভেম্বর) উপমহাদেশের প্রথিতযশা এই শিল্পীর জন্মদিনটিকে ঘিরে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা-শুভকামনায় সিক্ত হলেন তিনি।
বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত রুনা লায়লা। দেশের বাইরে গজলশিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ায় তার সুনাম-সুখ্যাতি রয়েছে। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের সংগীত ক্যারিয়ার গুণী এই শিল্পীর। গেয়েছেন ১৮টি ভাষার গান।