মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩
Homeদেশের খবরশাশুড়িকে নিয়ে পালিয়ে গেলো জামাই

শাশুড়িকে নিয়ে পালিয়ে গেলো জামাই

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দুই মাস পর শাশুড়িকে নিয়ে জামাই লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মন্টু খার ছেলে সুলতান খা (২৫) গত ২ মাস আগে একই গ্রামের আলমের মেয়ে আশাকে (১৮) ভালোবেসে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর সুলতানকে নিয়ে পালিয়ে গেছেন শাশুড়ি হাফিজা (৩৮)। গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে চলে যান তারা। এরপর থেকেই বাড়ির সঙ্গে তারা যোগাযোগ বন্ধ করে দেন। মেয়ে আশা ছাড়াও হাফিজা-আলম দম্পতির ১৫ বছরের একটি ছেলে রয়েছে।

সুলতানের মা জানান, আশার সঙ্গে বিয়ের আগেও শাশুড়ি হাফিজা ও সুলতানকে একই ঘর থেকে অপ্রীতিকর অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দিয়ে আশার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়।

এদিকে এ বিষয়ে হাফিজার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ কথা বলতে রাজি হয়নি।

এ ব্যাপারে ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘আমি বাইরে ছিলাম। বাড়িতে এসে জানতে পারলাম সুলতান তার শাশুড়িকে নিয়ে লাপাত্তা হয়ে গেছে। সত্যি এ ঘটনা ন্যক্কারজনক।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -