নিজস্ব প্রতিনিধি; সুস্থ দেহ সুস্থ মন গড়ে তোল ক্রীড়া আন্দোলন এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠে সখীপুর প্রেসক্লাব কাপ অনুর্ধ্ব -১৩ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এতে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ শাহানাজ বেগম, টাঙ্গাইল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি কামনাশীষ শেখর, ছুটি রিসোর্ট,র পরিচালক আলমগীর ফেরদৌস, টুর্নামেন্টের সমন্বয়ক সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার।
এর আগে গত মঙ্গলবার সখীপুর অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। সার্বিক সহযোগিতায় আছেন সখীপুর স্পোর্টস একাডেমীর পরিচালক ক্রীড়া ব্যক্তিত্ব টাইগার নজরুল।