মঙ্গলবার, মে ৩০, ২০২৩
Homeজাতীয়শ্বাসকষ্ট হচ্ছে খালেদা জিয়ার,মানবিক কারণে মুক্তি চায় পরিবার

শ্বাসকষ্ট হচ্ছে খালেদা জিয়ার,মানবিক কারণে মুক্তি চায় পরিবার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন তার মেজ বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই। কোনো পরিবর্তন হয়নি। শ্বাসকষ্টের কারণে উনি নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছেন না, খেলে বমি হয়ে যাচ্ছে।
শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি।
খালেদা জিয়ার সর্বশেষ যে জামিন আবেদন করা হয়েছে সে বিষয়ে তিনি সবকিছু জানেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে তার বোন সেলিমা ইসলাম বলেন, উনি এসব বিষয়ে সবকিছু জানেন। আমরা মনে করি, মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া উচিত। তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। এতকিছুর পরও আমরা তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যেতে পারব কি না, সেটা নিয়ে সন্দিহান। আমরা তো বলছি, সরকার অন্তত মানবিক দিকটা বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দিক।

বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে শনিবার বেলা ৩টায় যান তার পরিবারের সদস্যরা। তখন উনার মেজ বোন সেলিমা ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি সামিয়া ইস্কান্দার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -