শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসকালের সময় সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সকালের সময় সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফরমান শেখ, ডেস্ক এডিটর: চট্রগ্রামের বিতর্কিত ও কথিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার অপকর্ম এবং দন্ডপ্রাপ্ত পাপিয়ার সহযোগী মোস্তারী মোরশেদ স্মৃতির অপকর্মের সংবাদ প্রকাশ করায় বহুল প্রচারিত জাতীয় ‘দৈনিক সকালের সময়’ এর সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম সহ ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা (আইসিটি) পিটিশন দাখিল করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ফরমান শেখ এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- দৈনিক সকালের সময় এর সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের বিতর্কিত যুব মহিলা লীগ নেত্রী ও তার অপকর্মের দন্ডপ্রাপ্ত পাপিয়ার সহযোগী মোস্তারী মোরশেদ স্মৃতির সাইবার ট্রাইব্যুনালে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা পিটিশন অবিলম্বে অতিদ্রুত  প্রত্যাহার করতে হবে।

এসময় দৈনিক যায়যায় দিনের ভূঞাপুর প্রতিনিধি ও অধ্যাপক আখতার হোসেন খান এর সঞ্চাচলানায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক ভূঞাপুর উপজেলা শাখা’র সভাপতি মির্জা মহীউদ্দিন ও ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয় সুজন এর ভূঞাপুর উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক ও শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলীম আকন্দ, গোপালপুরের মুক্তিযোদ্ধা নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জু আনোয়ারা ময়না, সাংবাদিক মো. মিজানুর রহমান, অভিজিৎ ঘোষ, মামুন সরকার, মো. রফিকুল ইসলাম রবি, মুহাইমিনুল ইসলাম (হৃদয়) মন্ডল, মো. নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও মানববন্ধনে অংশ নেয় স্থানীয় সামাজিক সেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন ইবরাহীম খা’র আলোকিত ভূঞাপুর এবং প্রতিভা ছাত্র সংগঠনের সদস্যরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -