ইসমাইল হোসেনঃ সখীপুরের ইন্দারজানী পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি ও ওই বিদ্যালয়ের পুরনো শিক্ষার্থীদের ঈদ পু্নর্মিলনী উৎসব হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে দিন ব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনাসভা, আতশবাজি, ফানুস উড়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান।
আলোচনায় অংশ নেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের প্রধান ড. আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হেলাল উদ্দিন, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল (লেবু), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হক পান্না, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম, ইন্দারজানী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইনসান আলী, ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাংলা লিঙ্কের কর্মকর্তা শোয়াইব মনির প্রমুখ।