সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরের ওসি ও এসআই জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

সখীপুরের ওসি ও এসআই জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

এম সাইফুল ইসলাম শাফলু:  টাঙ্গাইলের সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে সাইদুল হক ভূঁইয়া   জেলায় শ্রেষ্ঠ ওসি এবং অপরাধ দমনে মো. মনিরুজ্জামান (নিঃ) শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এস.আই) হিসেবে নির্বাচিত হয়েছেন ।  মঙ্গলবার  পুলিশ সুপারের মাসিক ক্রাইম কনফারেন্সে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (সখীপুর সার্কেল) আব্দুল মতিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

এ ব্যাপারে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এ. কে সাইদুল হক ভূঁইয়া বলেন, সকল কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় আমার অর্পিত দায়িত্ব পালন করেছি।  পুলিশ সুপার মহোদয়ের মাসিক মূল্যানে আমি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  নির্বাচিত হয়েছি। এছাড়া আমার থানার এস.আই মো. মনিরুজ্জামান শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসাবেও নির্বাচিত হয়েছেন। এতে আমি ও আমার থানার সকল কর্মকর্তা-কর্মচারী পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -