এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে মাদক সম্রাট ফাহিম আহমেদ ফয়সাল (২২) ২১০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার প্রতিমা বংকী সিনিয়র মাদ্রাসার একটি কক্ষে মাদক বিক্রির সময় (টাঙ্গাইল)র্যাব-১২ তাকে গ্রেফতার করে। ফয়সাল সখীপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামের হেকমত মেলেটারীর ছেলে। এ সময় অপর মাদক ব্যবসায়ী একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে জাহিদ হাসান (২০) পালিয়ে যায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, মাদক ব্যবসায়ী ফয়সালকে ২১০পিস ইয়াবাসহ র্যাব-১২ গ্রেফতার করে রোববার রাতে সখীপুর থানায় অর্পন করে। সোমবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।