সখীপুরের মুক্তি ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষণে সেরা পারফর্মার নির্বাচিত

1
198

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তি ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী প্রশিক্ষণের উপর চারটি জেলার সেরা পারফর্মার নির্বাচিত হয়েছেন। চলতি বছরের ৩১ জানুয়ারি হতে শুরু হয়ে ১৪ সপ্তাহ ট্রেনিং শেষে তাকে এ গ্রুপের অংশ গ্রহণকারী চারটি জেলার ২৬জন শিক্ষকের মধ্যে  সেরা পারফর্মার নির্বাচিত করা হয়। আজ সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিস ও  শাহিনা আঞ্জুমান ম্যাসেঞ্জার গ্রুপ’র পক্ষ থেকে তাকে সংবর্ধণা দেওয়া হয়।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, মুরাদ হোসেন খান, ছোট পাথার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলী আহমেদ রোজদী, সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খানম, কালমেঘা দেওয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দুলাল, কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের, নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের পরিচালক এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।