সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে

সখীপুরে অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের টেকনিক্যাল কাজের স্বীকৃতিসহ বেতন বৈষম্য দূরীকরণে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল সারা দেশের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলছে। এতে সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামাল হোসেনের সভাপতিত্বে সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়াল হোসেন, ডিএম জাহিদ হাসান, জিয়াউর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক লোকমান হোসেন প্রমুখ বক্তব্য দেন। এসময় আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -