এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সিনথিয়া আক্তার সিনহা নামের তিন বছরের এক শিশুকে অপহরণের ৩৬ ঘন্টা পর উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। রোববার রাত ১২ টায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার দক্ষিণ বংশী কু-া বাজার এলাকা থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অপহরণকারী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কালাঘর গ্রামের আল আমীন ও তার দুই সহযোগি একই এলাকার সাইফুল ইসলাম এবং হারুন মিয়াকে আটক করেন। এ ঘটনায় সিনথিয়ার চাচা মো. রেজাউল করিম বাদী হয়ে সোমবার দুপুরে সখীপুর থানায় অপহরণ মামলা করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৌখিন মোড় এলাকার প্রবাসী শাহাদত হোসেনের স্ত্রী আফরোজা আক্তার তাঁর মেয়ে সিনথিয়া আক্তার সিনহাকে নিয়ে তাঁর বাবার বাড়ি উপজেলার ইছাদিঘী আতিয়াপাড়া যান। শনিবার দুপুরে ওই বাড়ির পোল্ট্রি খামারের কর্মচারী আল আমিনকে স্থানীয় বাজারে সিনথিয়ার মাথার চুল কাটানোর জন্য পাঠায়। পরে সিনথিয়াকে নিয়ে আল আমীন আর ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই সিনথিয়ার চাচা রেজাউল করিম সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সখীপুর খানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আল আমীনের মুঠোফোন ট্র্যাক করে রোববার রাত ১২ টায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার দক্ষিণ বংশী কু-া বাজার এলাকা থেকে ওই শিশুটিকে উদ্ধার করে।
শিশুটির চাচা মো.রেজাউল করিম জানান, গত দেড় মাস আগে সিনথিয়ার নানার বাড়িতে পোল্ট্রি খামারে কাজ করার জন্য সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কালাপাড়া এলাকার আল আমিনকে কর্মচারী হিসেবে রাখা হয়। শনিবার দুপুর শিশু সিনথিয়াকে চুল কাটানো কথা বলে নিয়ে আল আমীন উধাও হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাকছুদুল আলম বলেন, আল আমিনের মুঠোফোন ট্র্র্যাক করে রোববার রাতে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশু পাচারকারী সন্দেহে আল আমিন ও একই এলাকার সাইফুল ইসলাম এবং হারুনকে আটক করা হয়েছে ।