নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে সখীপুর উপজেলা অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ফোরাম।বৃহস্পতিবার সকালে সখীপুর বাজারসহ পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মেছের উদ্দিন মিয়া, মো. শামছুল হক, আফাজ উদ্দিন আহম্মেদ, আসাদুজ্জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচিকে সমর্থন দিয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদও লিফলেট বিতরণে অংশ নেন।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মেছের উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা সচেতনতামূলক এ কর্মসূচি পালন করেছেন।