বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeজাতীয়সখীপুরে অবৈধভাবে পাচারের সময়  ২’শ পিচ শাল-গজারি গাছসহ দুই ট্রাক আটক

সখীপুরে অবৈধভাবে পাচারের সময়  ২’শ পিচ শাল-গজারি গাছসহ দুই ট্রাক আটক

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে পাচারের সময়  ২’শ পিচ শাল-গজারি গাছসহ দুটি ট্রাক আটক করেছে স্থানীয় বন বিভাগ। বৃহস্পতিবার ভোর রাতে টাঙ্গাইল দক্ষিনের এসিএফ মো. সাজ্জাদুজ্জামান, বাশঁতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক ও নলুয়া বিট কর্মকর্তা মো. আলা উদ্দিন নেতৃত্বে উপজেলার বাঁশতৈল রেঞ্জের নলুয়া বিটের আমের চারা এলাকা থেকে ৭০ পিস শাল-গজারি গাছসহ  ট্রাক ঢাকা মেট্রো-ট-১৫-০০৯০ এবং অবিরামপুর এলাকা থেকে ১৩০ পিস শাল-গজারিগাছসহ  ট্রাক ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৪৫ কে আটক করা হয়।

বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, জব্দকৃত ২’শ পিচ শাল-গজারি গাছ ও দুটি ট্রাক নলুয়া ও বাশঁতৈল রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। ট্রাকের মালিকসহ পাচারকারীদের নামে মামলা করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -