সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে অবৈধ ভাবে মাটি কাটায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সখীপুরে অবৈধ ভাবে মাটি কাটায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে সরকারি সংরক্ষিত ভূমিতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ী দুইলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটে উপজেলার কালিদাস বল্লা চালা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ আদালত পরিচালনা করেন।

এ সময় মাটি ব্যবসায়ী আব্দুর রউফ ও ভেকু মালিক পালিয়ে যাওয়ায় দুই ড্রাইভার শামীম ও রাজিবকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ওই মাটি ব্যবসায়ী উপজেলার প্রতিমা বংকী গ্রামের কুদ্দুস মেম্বারের ছেলে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা লঙ্গন করায় ওই ভেকু মালিক ও মাটি ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বাসাইল সেনাবাহিনী সখীপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -