বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeআন্তর্জাতিকসখীপুরে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার 

সখীপুরে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আরও তিন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আদনান, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, গ্রেফতারকৃত  আসামিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -