সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আরও তিন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আদনান, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।