মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়সখীপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলা আ.লীগের সম্পাদকের মতবিনিময় সভা

সখীপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলা আ.লীগের সম্পাদকের মতবিনিময় সভা

সখীপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলা আ.লীগের সম্পাদকের মতবিনিময় সভা

 

এম সাইফুল ইসলাম শাফলু :

টাঙ্গাইলের সখীপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলামের সখীপুরের আওয়ামীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেড়বাড়ী টানপাড়া হেচারী বাজারে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সখীপুর পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা পরিষদের সদস্য খন্দকার কামরুল হাসান, সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফি, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম, যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ,  যাদবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি কাজী হেলাল, সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা,  দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম, দাড়িয়াপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আমজাদ হোসেন বিএসসি, বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মিয়া, হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী নরেশ বাবু সরকারসহ বাসাইল-সখীপুরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকগণ মতবিনিময় উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -