মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে আগুনে পুড়ে ছাই হলো প্রতিবন্ধীর শেষ সম্বল 

সখীপুরে আগুনে পুড়ে ছাই হলো প্রতিবন্ধীর শেষ সম্বল 

সখীপুরে আগুনে পুড়ে ছাই হলো প্রতিবন্ধীর শেষ সম্বল
এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে  আগুন লেগে আব্দুল কাদের মিয়া নামের এক প্রতিবন্ধীর শেষ সম্বল গোয়ালঘর উন্নত জাতের দুটি গরু ১০ টি কবুতর  পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে  উপজেলার ৩ নং গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে তার প্রায় তিন লাখ  টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর রাত ১ টার দিকে  অসাবধানতাবশত মশার কয়েল  গোয়ালঘরে আগুন লাগলে পরিবারের লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে আসে। পরে  গ্রামবাসীর ঘন্টা খানেক চেষ্টায় আগুন  নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে  ওই প্রতিবন্ধীর গোয়াল ঘরসহ সব গবাদিপশু পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার খবরটি নিশ্চিত করেন ৩ নং গজারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: লোকমান হোসেন।
এ ব্যাপারে  গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুবই দুঃখজনক। তিনি একজন প্রতিবন্ধী।  দুটি গরু ছিল তার শেষ সম্বল। তার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -