এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে আগুন পোহাতে গিয়ে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার কুতুবপুর পাগলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আগুনের দগ্ধ হাজেরা বেগম (৪৫) ওই গ্রামের আনোয়ার হোসেন স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে তীব্র শীতের কারণে নিজ বাড়ির উঠানে বাঁশের আগুনে শরীর গরম করছিল। অসাবধানতায় হঠাৎ করে পরিহিত কাপড়ের আঁচলে আগুন ধরে যায়। মুহূর্তেই সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফরিদ আহমেদ বলেন,ওই গৃহবধুর শরীরের ৩০ ভাগ পুড়ে যাওয়ায় তাকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।