এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা আন্তঃ স্কুল-মাদ্রাসা ফুটবলে সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজ উচ্চবিদ্যালয় ৩-০ গোলে সূর্যতরুণ শিক্ষাঙ্গণকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। রোববার বিকেলে সখীপুরের সৃষ্টিসংঘ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল লেবু, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।