শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের কমিটি গঠন

সখীপুরে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের কমিটি গঠন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলের সখীপুরে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশন নামের একটি সংগঠন গঠন করা হয়েছে। গত ৩১ জুলাই সখীপুরে এই সংগঠনের কমিটি গঠন করা হয়। আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনে বশির উদ্দিন আশিককে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

নতুন এই কমিটির সভাপতি বশির উদ্দিন আশিক বলেন, ফাউন্ডেশনটির প্রধান কাজ রক্তদান ও অসহায় পথশিশু ও দরিদ্র মেধাবীদের পাশে থেকে সকল প্রকার সামাজিক কাজে সক্রিয় ভূমিকা পালন করবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সকল সামাজিক ব্যাধির বিপক্ষে ফাউন্ডেশনটি সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, মানব সেবার প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

এই কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন সুজন সকলকে মানব সেবায় এগিয়ে আসতে আহবান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -