এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ১৫০ টি ইয়াবাবড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা কুতুবপুর গ্রামের আবদুস সালামের বাড়ির পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সখীপুর থানার উপপরির্দশক (এসআই) আইয়ুব আলী খান বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেন।
তারা হচ্ছেন-ঘাটাইল উপজেলার দুলালিয়া গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে শেখ হাসান আহমেদ বুলবুল (৩৫) এবং মধুপুর উপজেলার শালিখা দক্ষিন পাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মুনসুর আলী (২৫)।
সখীপুর থানার উপপরির্দশক (এসআই) ও মামলার আইও ওবায়দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে প্রথমজনের কাছ থেকে ৮0টি ও দ্বিতীয়জনের কাছ থেকে ৭0টি ইয়াবাবড়িসহ আদালতে পাঠানো হয়েছে। বিচারিক হাকিম দুইজনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, মাদক বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।