এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ইয়াবা ব্যবসার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে দীঘিরচালা গ্রামের আবুল কালামের ছেলে শামীম মিয়া (২৫) এবং পাশ্ববর্তী কালিহাতী উপজেলার বেহালাবাড়ী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া (২৬)। এ ঘটনায় সখীপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
সখীপুর থানার এসআই মোঃ ওমর ফারুক বলেন- শামীম ও সুমনকে ইয়াবাসাসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।