নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা এলাকা থেকে ১শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-আমীনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে বড়চওনা পুর্ব পাড়া এলাকার থেকে মাদক ব্যবসায়ী আল আমিন( ৩০)কে গ্রেফতার করা হয়। আল আমীন ওই এলাকার লুৎফুর রহমানের ছেলে।
সখীপুর থানার এস.আই জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী আল-আমীনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।