নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রাজীব মিয়াকে (২৬) গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে ইয়াবা বিক্রির সময় ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মো. রাজীব মিয়া উপজেলার যাবপুর মধ্যটানাপাড়া গ্রামে আজীবর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ চুরির সঙ্গেও জড়িত বলে এলাকাবাসী জানায়।
সখীপুর থানার উপ- পরির্দশক (এসআই) ওমর ফারুক বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রাজীবকে গ্রেফতার করে শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।