নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে শহীদুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। বুধবার রাতে উপজেলার চতলবাইদ এলাকা থেকে ৪৫ টি ইয়াবা বড়ি সহ আটক করা হয়।
শহীদুল উপজেলার ঘেচুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, শহীদুল দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইনসহ মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শহীদুল চতলবাইদ গ্রামে মাদক বিক্রি করার জন্য গিয়েছে। বুধবার রাতে বিক্রি করার সময় শহীদুলকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির বলেন, মাদকের বিষয়ে পুলিশ কাউকে ছাড় দেবে না। গত এক মাসে থানায় মাদকের কমপক্ষে ১০টি মামলা হয়েছে।