এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরের বিভিন্ন ইউনিয়নের শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এসএম আনিসুর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, ইমাম নেতা মো. সাইফুল ইসলাম. মো. মুনছুর আলী, আবদুর রহমান, কাজী শাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।