এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ওঠুন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের এ প্রকল্পের আওতায় সমিতির সদস্যদের নিয়ে এ ওঠুন বৈঠক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান হারেছ বিএসসি, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়ক হাসিনা আক্তারসহ সমিতির সভাপতি-সম্পাদক মন্ডলীরা উপস্থিত ছিলেন।