এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে একদিনে ফাঁসিতে ঝুলে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ি খন্দকার পাড়া ও কালমেঘা ছোটপাথার গ্রামে এ পৃথক দু’টি আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় সখীপুর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ি গ্রামের গৃহবধূ ছালেহা বেগমের সঙ্গে তার স্বামী সামসুল হক ও সতীন আনোয়ারার ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী-সতীন মিলে ছালেহাকে মারধর করলে রাতে নিজ ঘরেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় গৃহবধূর ভাই তাঁরা মিয়া স্বামী-সতীনসহ চারজনকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন।
অন্যদিকে, ওইদিন সকালে পারিবারিক কলহের জেরধরে উপজেলার কালমেঘা গ্রামের জসিম মিয়া (২২) নামের এক যুবক নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। সে ওই গ্রামের লেবু মিয়ার ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, লাশ দু’টি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।