বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে এমপি’র সঙ্গে শিক্ষকদের মতবিনিময়

সখীপুরে এমপি’র সঙ্গে শিক্ষকদের মতবিনিময়

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলার মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকরা মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে স্থানীয় ডাকবাংলো মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সখীপুর ও বাসাইল শাখা এ সভার আয়োজন করে। সখীপুর শাখার সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়। এছাড়াও সখীপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একেএম সাইফুল্লাহ, বাসাইল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় বেসরকারি শিক্ষক-কর্মচারিদের বার্ষিক ৫ ভাগ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ বিষয়ে আলোচনা করা হয়।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -