নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহীদ রকিব নগর( বীর বিক্রম) উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া মাহফিলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, দাড়িয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ যুবলীগের সদস্য আবুল হোসেন, সরকারি মুজিব কলেজে ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শাকিল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় এমপি এডভোকেট জহিরুল ইসলাম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।