বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড

সখীপুরে কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের দায়ে কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত শুক্রবার ভালুকা উপজেলার গিলারচালা গ্রামের মজিবুর রহমানের ছেলে আশিকের (২৫) সঙ্গে সখীপুর উপজেলার দামিয়া এলাকার বাবুল মিয়ার মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী জিনিয়া আক্তারের (১৪) বাল্য বিয়ে হয়। পরে শনিবার বর পক্ষের লোকজন কনের বাড়ি দামিয়া এলাকায় আসে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে গিয়ে আদালত বসিয়ে কনের বাবা বাবুল মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেন। এসময় বর পালিয়ে যায়।

সখীপুর থানার উপ-পরির্দশক আইনুল মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায় পেয়ে কনের বাবা বাবুল মিয়াকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, বাল্য বিয়ের সংবাদ পেয়ে ওই বাড়িতে গিয়ে কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -