নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে এক কলেজ শিক্ষকের বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন ধরার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগান চালায় আলাউদ্দিন আল আজাদ খানের বিল্ডিংয়ের তিন তলায় আগুন ধরার ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা বালু ফেলে, ভেজা কম্বল চাপা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আলাউদ্দিন আজাদ খান সখীপুর আবাসিক মহিলা কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক।