মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে কাদেরীয়া বাহিনীর শপথ দিবসের সূবর্ণজয়ন্তী

সখীপুরে কাদেরীয়া বাহিনীর শপথ দিবসের সূবর্ণজয়ন্তী

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে মহান  মুক্তিযুদ্ধের  ১১নম্বর সেক্টর কাদেরীয়া বাহিনীর শপথ দিবসের সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে। আজ  ১০ জুন বৃহস্পতিবার সকালে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম’র  কাদেরীয়া বাহিনীর শপথ স্থান উপজেলার বহেড়াতৈল স্মৃতিসৌধ প্রাঙ্গনে এ দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভারপ্রাপ্ত  মুক্তিযোদ্ধা কমাণ্ডার উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে আলোচনাসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সাবেক কমাণ্ডার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি একে সাইদুল হক  ভূইয়া , সাবেক কমান্ডার এমও গণি প্রমুখ  অংশ নেন।

প্রসঙ্গত:  ১৯৭১ সালের ১০ জুন উপজেলার বহেড়াতৈল স্মৃতিসৌধ প্রাঙ্গনে ১১ নম্বর সেক্টর কাদেরীয়া বাহিনী শপথ নেন। আজ রজত জয়ন্তী ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -