নিজস্ব প্রতিনিধি: সখীপুরে বঙ্গবন্ধুকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কালিয়া ইউনিয়ন দলকে ৫-১ গোলে হারিয়ে কাকড়াজান ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার বিকেলে সৃষ্টিসংঘ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মাদক ও ইভটিজিংকে না বলুন, মাঠে এসে খেলা দেখুন- এ স্লোগান নিয়ে গত ১৫ জুলাই এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ নয়টি ফুটবল দল টুর্নামেন্টে অংশ নেয়। ওই ইউনিয়নের বাসিন্দা ছাড়া কোনো খেলোয়াড় অংশ নিতে পারবে না।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, এ টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে ইউনিয়নের মধ্যে খেলোয়াড় সৃষ্টি করা। যাঁরা বিকেল বেলায় খেলা করেন বা খেলা উপভোগ করবেন তাঁরা কখনো মাদক ও কোনো মেয়েকে উত্ত্যক্ত করবে না।
এ টুর্নামেন্টের আর্থিক সহযোগিতা করছেন মালিহা পলিটেক্স ফাইভার ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। ফাইনাল খেলায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোশারফ হোসেন খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও মো. আমিনুর রহমান, ওসি আমির হোসেন, পৌরমেয়র আবু হানিফ আজাদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, শফিউল ইসলাম কাজি বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।