সখীপুর প্রতিনিধি: সখীপুরে নিখোঁজের দুইদিন পর ইলিয়াস হোসেন (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল উপজেলার দাড়িয়াপুর গ্রামের এক বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইলিয়াস ওই গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে ইলিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইলিয়াসের নামে মামলা থাকায় তাঁর পরিবারের লোকজন শুক্রবার ও শনিবার সারাদিন সখীপুর থানা ও টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ এবং র্যাব কার্যালয়ে খোঁজ নেয়। পরে ওই গ্রামের এক মহিলা রোববার বেলা দুইটার দিকে গরু খোঁজতে গিয়ে ওই বনে লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ইলিয়াসের লাশটি সনাক্ত হয়।
সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল মতিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ইলিয়াসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের দুচোখ ও অন্ডকোষ গলানো অবস্থায় রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সখীপুর থানায় একটি খুনের মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।