নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে ইউরেকা শিক্ষা পরিবারের আয়োজনে দিনব্যাপি পবিত্র কোরআন তেলোয়াত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নলুয়া সেন্ট্রাল শাখায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ডিএম জয়নুল আবেদীন মাস্টারের সভাপতিত্বে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কেএম হেলাল উদ্দিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রতিযোগিতা সখীপুরসহ জেলার বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষার্থী কোরআন থেকে তেলোয়াত ও কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করে।
এ সময় অন্যদের মধ্যে নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মোহাম্মদ মনির, আর্ন্তজাতিক আমদানি ও রপ্তানিকারক অনু কর্পোরেশন’র পরিচালক মো. মিজানুর রহমান লিটন, সাওতুল কোরআন নূরানী ও হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরিফুল ইসলাম, মারকাযুল উলুম নূরানী ও হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শরীফুল ইসলাম এবং অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন,বিশিষ্ট্য সাংবাদিক নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক,বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু।