সখীপুরে ক্যাবিনেট নেতার ফাঁসিতে আত্মহত্যা

0
117

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী স্কুল ক্যাবিনেট নেতা যুবরাজ ফাঁসিতে আত্মহত্যা করেছে। সোমবার রাতে উপজেলার নলুয়া বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবরাজ ওই এলাকার সিএনজি চালক নাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় মঙ্গলাবার সকালে সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার শেষে রাত ১১ টার দিকে ঘুমিয়ে পড়ে যুবরাজ। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে যুবরাজ দরজা না খুললে পরিবারের লোকজন পাশের রুম থেকে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
নিহতের বাবা নাছির উদ্দিন বলেন, আমার বাবা কেন নিজেকে শেষ করে দিল আমরা কেউ বুঝতে পারিনী।
নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন বিএসসি বলেন, ছেলেটি মেধাবী ছিল। সে স্কুল কেবিনেট নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে ছাত্রনেতা নির্বাচিত হয়।
সখীপুর থানার ওসি (তদন্ত) গোলাম হোসেন বলেন, আত্মহত্যার রহস্য এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।