শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষদের ঘরে ঘরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সখীপুরে খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষদের ঘরে ঘরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিউস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি দুঃস্থ্য অসহায় মানুষদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ পোড়াবাসা। শনিবার উপজেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক বাড়িতে এ খাদ্য সামগ্রী পৌছে দেন ওই সংগঠনের সদস্যরা।

এসোসিয়েশনের সভাপতি সোহেল সিকদার, সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রোবেল আহম্মেদসহ অন্যান্য সদস্যদের নিয়ে একটি দল বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থ্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

সভাপতি সোহেল সিকদার বলেন, আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকেই সাধ্য অনুযায়ী দুঃস্থ্য মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -