মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeরাজনীতিসখীপুরে খালেদার জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সখীপুরে খালেদার জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আবদুল হক আল আজাদের পৌরশহরের বাস ভবনে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে শেষে নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, হাজী আবদুল গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ছবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম, যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -