নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সথীপুর শাখার উদ্যোগে দীক্ষা গ্রহণ অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সখীপুর শাখার কমিশনার আনোয়ারা খাতুন, সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, স্কাউটস্’র সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।