এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের দায়ে ধর্ষক আমিনুল সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ভাতগড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক আমিনুল সিকদার আদানী ভুয়াইদ গ্রামের সামাদ সিকদারের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে ধর্ষক আমিনুল সিকদারকে একমাত্র আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন ওই গৃহবধূ । গ্রেফতারকৃত আমিনুল সিকদারকে মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, রোববার রাত ৯টার দিকে ওই গৃহবধূ তার বাবার বাড়ি ভাতগড়ায় প্রকৃতির ডাকে সারা দিলে ঘরের বাইরে বের হন। এরই ফাঁকে বখাটে আমিনুল সিকদার ঘরে ডুকে লুকিয়ে থাকে। গৃহবধূ ঘরে গিয়ে দরজা আটকে দিলে আমিনুল ওই গৃহবধূকে গামছা দিয়ে মুখ বেধে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে বাড়ির অন্যঘরে থাকা লোকজন দৌড়ে এসে ধর্ষক আমিনুল সিকদারকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের হাতে সোপর্দ করে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই ওমর ফারুক বলেন- গৃহবধূ ধর্ষণ মামলায় ধর্ষক আমিনুল সিকদারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।