- এম সাইফুল ইসলাম শাফলুঃ
টাঙ্গাইলের সখীপুরে চাঞ্চল্যকর চাচা -ভাতিজা হত্যাকাণ্ডের মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। - আজ ৩১ জুলাই(সোমবার) উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে সকাল ১০ টা থেকে শুরু হয়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি গোলাম কিবরিয়া বাদল, ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন, সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, নিহত শাহজালালের স্ত্রী সোনিয়া আক্তার, নিহত মজনুর, স্ত্রী ফরিদা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
- বক্তারা হত্যাকান্ডের ১০ দিন পেরিয়ে গেলেও সখীপুর থানা পুলিশ কেন আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি তার প্রশ্ন তুলে দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত ২০ জুলাই টাঙ্গাইলের সখীপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় রাতের আধারে চাচা মজনু মিয়া (৪৫) এবং ভাতিজা শাহজালালকে (৩৫) কুপিয়ে হত্যা করে করে ফেলে রাখে দুর্বৃত্তরা।