সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে চালককে পিটিয়ে অটোভ্যান ও টাকা ছিনতাই

সখীপুরে চালককে পিটিয়ে অটোভ্যান ও টাকা ছিনতাই

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে দুলাল হোসেন (৪৫) নামের এক অটোভ্যান চালককে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে নগদ ১০ হাজার টাকা ও তাঁর অটোভ্যান গাড়ীটি ছিনতাই করে নিয়ে গেছে দূবৃত্তরা। শনিবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে পথচারীরা ওই ভ্যানচালককে পলাশতলী ব্রীজের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিতসাধীন ওই অটোভ্যান চালকের জ্ঞান ফিরেনি।
আহত অটোভ্যান চালকের স্ত্রী নাছিমা বেগম বলেন, শনিবার সন্ধ্যায় সে অটোভ্যানের বেটারী পাল্টানোর কথা বলে ১০ টাকা নিয়ে বাড়ি থেকে বেড় হয়ে রাতে আর বাড়ি ফিরেনি। সকালে খবর পেয়ে সখীপুর হাসপাতালে চলে আসি।

 

নিউজ টাঙ্গাইলের ফেজবুক পেইজে লাইক দিন

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -