বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ছাত্রলীগের উদ্যোগে রাস্তার ঝোপ-ঝাড় পরিষ্কার

সখীপুরে ছাত্রলীগের উদ্যোগে রাস্তার ঝোপ-ঝাড় পরিষ্কার

নিজস্ব প্রতিনিধি : সখীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রাস্তার পাশে ঝোপ-ঝাড় ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে। শনিবার সকালে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী, গ্রাস চৌরাস্তাসহ কয়েকটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রলীগের আহ্বায়নে সাড়া দিয়ে আশপাশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষও এই কাজে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, সরকারি মুজিব কলেজের সাবেক ভিপি আব্দুর রউফ প্রমুখ।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ বলেন, ছাত্রলীগ একটি শক্তিশালী সংগঠন। উপজেলা ছাত্রলীগের আয়োজনে সখীপুর-গোড়াই সড়কের যে সমস্ত জায়গা দুর্ঘটনাপ্রবণ ওইসব জায়গার আশপাশের ঝোপ-ঝাড় ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -