নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কাকড়াজান ইউনিয়ন কমপ্লেক্স মিলানায়তনে ইউনিয়ন ছাত্রলীগ এ কর্মী সমাবেশের আয়োজন করে।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরীফুল ইসলাম শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ ফরিদুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।