মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeঅপরাধসখীপুরে ছাত্রী উত্ত্যক্তের দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড

সখীপুরে ছাত্রী উত্ত্যক্তের দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে নিজ প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তর দায়ে প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার জামাল হাটকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ‍দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম এ দণ্ডাদেশ দেন। জয়নাল আবেদীন সাড়াশিয়া গ্রামের মর্তুজ আলীর ছেলে।

জানা যায়, জামাল হাটকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির এক শিক্ষার্থাকে নানা সময় উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। প্রতিকার চেয়ে ওই প্রতিষ্ঠানের সহাকারী শিক্ষক রেকেকা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলে সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম বলেন, বিকেলে দণ্ডপ্রাপ্ত শিক্ষককে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -