এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলাধীন ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয় এর সদ্য নিয়োগকৃত প্রার্থীদের নিয়োগ বাতিলের বিপক্ষে করা এক রীটের রায় প্রকাশ হয়েছে। রীট পিটিশন নং ১৩৪৭৬/২০২২ আবেদনের প্রেক্ষিতে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ(এ্যানেক্স বিল্ডিং কোর্ট নং ১৭) অত্র নিয়োগ বাতিল আদেশের বিপরীতে এ রায় দেন। হাইকোর্ট বিভাগের অত্র দ্বৈত বেঞ্চ (মাননীয় বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহ) গত ০৬ এপ্রিল বৃহস্পতিবার এক শুনানী শেষে এই আদেশ দেন।
ওই রায়ে সরকারের প্রতি রুল ইস্যু করা হয়েছে। এতে ওই প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত ও যোগদান কৃত প্রার্থীদের দায়িত্ব পালনে আইনত কোন বাধা রইল না। এতে রাষ্ট্র পক্ষকে অত্র রুলের জবাবও দিতে বলা হয়েছে।
রীট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানী করেছেন মহামান্য সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী, অ্যাডভোকেট তপো গোপাল ঘোষ সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার মোর্শেদ শিশির ও অ্যাডভোকেট মোঃ আব্দুল জলিল চৌধুরী।
মামলা সূত্রে জানা যায়,
২০২২ সালের ২৫ এপ্রিল স্থানীয় দৈনিক মজলুমের কন্ঠ এবং দৈনিক কালবেলা পত্রিকায় সরকারি বিধি মোতাবেক সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী ঢনঢনিয়া ছোট চওনা পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সৃষ্ট পদ সমূহে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নিয়োগ প্রক্রিয়ায় গত ৭ আগস্ট মোহাম্মদ আনোয়ার হোসেনকে সহকারী প্রধান শিক্ষক পদে, সাব্বির আহমেদ কে অফিস সহায়ক পদে ও পলাশ চন্দ্র বর্মন কে নিরাপত্তা কর্মী পদে নিয়োগ পত্র প্রদান করে কর্তৃপক্ষ এবং ১১ আগস্ট প্রত্যেকেই নিজ নিজ নিয়োগ প্রাপ্ত পদে যথারীতি যোগদানও করেন।
কিন্তু গত ০৯ আগস্ট স্থানীয় সংসদ সদস্য মোঃ জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক ডিও লেটারের মাধ্যমে (ডিও নং- বাজাস ১৩৭ টাং- ৮/৬৬১/২০২২) জেলা শিক্ষা অফিসার, টাংগাইল কে তিনি উক্ত নিয়োগ বাতিল করার জন্য নির্দেশ প্রদান করেন।
ওই নির্দেশনায় গত ১৮ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিসার, টাংগাইল এর স্মারক নং- জেশিঅ/টাং ৩৬৫১/৭ মূলে লায়লা খানম, জেলা শিক্ষা অফিসার, টাঙ্গাইল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত ও যোগদান কৃত এবং দায়িত্ব পালনরত উক্ত প্রার্থীদের নিয়োগ বাতিলের আদেশ দেন।
নিয়োগ বাতিলের এই আদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পরিপন্থী মর্মে চ্যালেঞ্জ করে উক্ত আবেদনকারীগণ গত ০১ নভেম্বর মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবীর মাধ্যমে অত্র রীট পিটিশন দায়ের করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।